সেবাসমূহের তালিকা নিম্নরূপ :
১। সাধারণ ও রেজিষ্ট্রি চিঠি ইস্যু ও বিলি।
২। পার্সেল ইস্যু ও বিলি।
৩। মনি অর্ডার ইস্যু ও বিলি।
৪। ভিপিএল, ভিপিপি ইস্যু ও বিলি।
৫। জিইপি।
৬। ইএমএস/ইএমটিএস সেবা।
৭। ডাক টিকেট ও রাজস্ব টিকেট বিক্রি।
৮। প্রাইজবন্ড ও পোস্টাল বিক্রয় ও ভাঙ্গানো।
৯। সঞ্চয় ব্যাংক, সঞ্চয়পত্র বিক্রয় ও ভাঙ্গানো।
১০। পোস্টাল ক্যাশ কার্ড।
১১। এয়ার পার্সেল।
১২। ডাক জীবন বীমা (পলিসি গ্রহন, হিসাব স্থানান্তর, মরনোত্তর দাবী, ঋণগ্রহন, মেয়াদপূর্তি সেবা)।
এছাড়াও বাহুবল উপজেলা ডাকঘরের ডিজিটাল পোস্ট অফিস (ই-সেন্টার) এ কম্পিউটার প্রশিক্ষণ, কম্পিউটার কম্পোজ, স্ক্যান/ই-মেইল, অনলাইনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন ও চাকুরীর আবেদনসহ ইন্টারনেট ভিত্তিক দৈনন্দিন যাবতীয় সেবা প্রদান করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস